আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আধাঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে মেহেরপুরে কর্মরত সকল সাংবাদিক অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন খুন গুন মামলা হামলা হয়রানির প্রতিবাদ ও ডিজিটাল সিকিউরিটি এ্যক্ট বাতিল করা হোক।
তাছাড়াও সাংবাদিক রোজিনা ইসলাম রাষ্ট্রের কর্মচারীদের দুর্নীতি ঠেকাতে সরকারকে সহায়তা করেছিল কিন্তু তাকে চোরদের পক্ষালম্বন দুঃখজনক।