তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রস্তাব, দুই দেশে ভাগ করে দেওয়া হোক সাইপ্রাসকে। একটি গ্রিক প্রধান দেশ এবং অন্যটি তুর্কি প্রধান দেশ।
রবিবার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে পিকনিক করতে গিয়েছিলেন এরদোয়ান। সেখানেই তিনি সাইপ্রাসকে দুই দেশে ভাগ করার প্রস্তাব দেন। গ্রিকভাষীদের প্রধান্য যেখানে সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। ১৯৭৪ সাল থেকে উত্তর সাইপ্রাস দখল করে আছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার আছে। কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনও দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেয়নি।
তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭তম বার্ষিকীতে এরদোয়ানের প্রস্তাব, “সাইপ্রাসে দুই ধরনের মানুষ বাস করেন। দু’টি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দু’টি আলাদা দেশের আলোচনা শুরু হোক।” সূত্র: ডয়েচে ভেলে