ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ৩১ মার্চ। ১ এপ্রিল সাকিব আল হাসান ও লিটন দাসদের কলকাতা নাইটরাইডার্সের প্রথম ম্যাচ। একই দিনে মোস্তাফিজুর রহমানদের দিল্লিরও প্রথম ম্যাচ।
৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচে খেলে আইপিএলে অংশ নিতে ভারত সফরে যেতে পারেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। তার কারণ তিনি টেস্টে বিবেচনায় থাকেন না।
তবে সাকিব ও লিটন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও সহঅধিনায়ক। ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। পুরো ৫দিন খেলা হলে ৮ এপ্রিল ঢাকার টেস্ট শেষ হওয়ার কথা।
এরপর জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি পাওয়ার শর্তে আইপিএল খেলতে ভারত সফরে যেতে পারেন সাকিব-লিটনরা।
তবে আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব-মোস্তাফিজ-লিটনকে ছুটি দিলে তাদের বিকল্প কারা হবেন সেটা নিয়েই বেশি চিন্তিত বোর্ড ও প্রধান কোচ হাথুরুসিংহে।
সাকিব-লিটন-মোস্তাফিজদের আইপিএল খেলা প্রসঙ্গে রোববার চট্টগ্রামে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, বোর্ডের সিদ্ধান্ত হলো দেশের হয়ে আগে খেলতে হবে। বোর্ড তাদের এই বার্তাই দিয়েছে-তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে,এমনকি নিলামে নাম তোলার আগেও। সে বার্তা বদলায়নি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। তার আগে হাথুরুসিংহে বলেন, হ্যাঁ আমি বিশ্বাস কিরি আইপিএল খেললে সাকিব-লিটন-মোস্তাফিজের স্কিলের উন্নতি হবে, এটা নিয়ে সংশয় নেই। আইপিএল শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সবকিছুর আগে প্রাধান্য পাবে দেশের হয়ে খেলা।