বিশ্বকাপের মতো বড় মঞ্চে জ্বলে উঠেছেন রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে শতরানের ইনিংসের পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও ব্যাট হাতে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে ভারতের অধিনায়ককে। ভারতের জয়ের দিনে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান করা ব্যাটারের মধ্যে সাত নম্বরে আছেন রোহিত শর্মা। স্বদেশী ব্যাটার বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপের ২০টি ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ১১৯৫ রান। সেই তালিকায় বিরাট কোহলি ২৯টি ম্যাচে ১১৮৬ রান সংগ্রহ করেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তার উপরে আছেন। এখন পর্যন্ত বিশ্বকাপের ৩২টি ম্যাচ খেলে ১২০১ রান করেছেন তিনি। আর মাত্র ৭ রান করলেই সাকিবকে টপকে যাবেন ভারতের অধিনায়ক।
সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের ৪৫টি ম্যাচ খেলে ২২৭৮ রান করেছেন তিনি। ৪৬টি ম্যাচে ১৭৪৩ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপের ৩৭টি ম্যাচে ১৫৩২ রান করেছেন তিনি।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা। তিনি ৩৪টি ম্যাচ খেলে ১২২৫ রান করেছিলেন। পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তিনি ২৩টি ম্যাচে ১২০৭ রান করেছেন।