নতুন বছরের দ্বিতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির আগের এ দিনটিতে ভাগ্যে কী আছে সেটি জানতে চান অনেকেই।
বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: আপনার আত্মবিশ্বাস বাড়বে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনি মন দিয়ে কাজ করবেন। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ: শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ ভালো লাভ হতে পারে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। ভালো থাকবে স্বাস্থ্যও।
মিথুন: প্রেমের জীবন খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
কর্কট: আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। যারা নিজস্ব ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা শিগগিরই ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
সিংহ: মানসিকভাবে আপনি আজ ভালো বোধ করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। যদিও খরচ বাড়তে পারে। স্বাস্থ্য সমস্যা হতে পারে। আজ আপনি মাথাব্যথা, ক্লান্তি, অনিদ্রায় ভুগতে পারেন।
কন্যা: যেসব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, আজ তারা ভালো সুযোগ পেতে পারেন। যারা সম্প্রতি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, তাদের অসাধারণ সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার ওপর কাজের চাপ থাকবে।
তুলা: আজ আপনার ফেলে রাখা কাজগুলো সম্পন্ন হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। সন্তানদের পড়াশোনা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আর্থিক ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সময়মতো খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
বৃশ্চিক: ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ভালো লাভ হতে পারে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। অফিসে সুখবর পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
ধনু: জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনি অলস বোধ করতে পারেন।
মকর: কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার কাজে অসন্তুষ্ট হবেন। আপনার করা কাজে অনেক ভুল বের হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
কুম্ভ: ব্যবসায়ীদের সব কাজ আজ সম্পন্ন হবে। চাকরিজীবীরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মীন: আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অফিসে বসের সামনে ভালো ব্যবহার করুন। একটুও ভুল করলে বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে।
সূত্র: ইত্তেফাক