সারাদেশের ন্যায় দর্শনা পৌরসভার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৮ টায় দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে স্ব,স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানারে দর্শনা কেরুজ বাজার মাঠে গণজমায়েত হয়।
এরপর ৮টা ১৫ মিনিটে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন, সকল শহীদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, শপথ বাক্য পাঠ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন।
জাতীয় পতাকা উত্তোলন করেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, মুক্তিযুদ্ধ পতাকা উত্তোলন করেন, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছায় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. শহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, দর্শনা ডি.এস মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুজ্জামান আরিফ, জেলা পরিষদের সদস্য মুন্সী সিরাজুল ইসলাম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা-কর্মচারিগণ।
উক্ত অনুষ্ঠানে অংশ নেন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, দর্শনা সরকারি কলেজ, দর্শনা ডি,এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়, দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, অংকুর আদর্শ বিদ্যালয়, লিটিল এনঞ্জেলস স্কুল, আল হেরা ইসলামী একাডেমির প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাস্টমস সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্শনা পৌর বিশেষ প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনা প্রেস ক্লাব, দর্শনা থানা পুলিশ, দর্শনা সোসাইটি লিমিটেড, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগার, অনির্বাণ থিয়েটার, ওয়েভ ফাউন্ডেশন,দর্শনা মৌচাক ফাউন্ডেশন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখা সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
মহান স্বাধীনতা দিবস উদযাপনে অংশগ্রহণকারী সকলে বাজার মাঠ হতে স্ব,স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যানার নিয়ে সারিবদ্ধ হয়ে র্যলিটি দর্শনা কেরুজ ক্যাম্পাস এলাকার আনন্দ বাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।