দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি তাদের গ্রাহকদের জন্য নতুন বছরের শুভেচ্ছা স্বরুপ কয়েকটি মডেলের স্মার্টফোনে বিশেষ ছাড় ঘোষণা করেছে। ক্রেতাদের চাহিদার শীর্ষে থাকা তিনটি মডেল আই১৮, আই৯৫(ফোরজি) ও আই৯৭(ফোরজি) এর দাম কমেছে ৫০০ টাকা করে।
সিম্ফনি’র আই৯৫ স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে ৬ হাজার ৪৯০ টাকায়। আই১৮ দাম কমে হয়েছে ৫ হাজার ৩৯০ টাকা এবং আই৯৭ পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯৯০ টাকায়। আই৯৫ এবং আই৯৭ ফোরজি স্মার্টফোন দুটোতে আছে দুই জিবি র্যাম, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে আই১৮ এ আছে ১জিবি র্যাম, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ২৯০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আই১৮ ও আই৯৭ স্মার্টফোন দুটিতেই আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সব গুলো হ্যান্ডসেটের সাথেই আছে গ্রামীণফোনের আকর্ষণীয় ফ্রি ডাটা অফার।