সুখের দিনে বন্ধু ছিল
দুখের দিনে কাছে নাই,
এমন মানুষ বন্ধু বলে
কষ্ট রাখছি বুকে ভাই।
হাসি মুখে বলত কথা
থাকবে আমার পাশে খুব,
আমার কষ্ট দেখে বন্ধু
অচিনপুরে দিছে ডুব।
এখন আমি নিত্যনতুন
মানুষ শুধু দেখে যাই,
গুণগুনিয়ে দুখের গীতি
একা একা আমি গাই।
মানুষ কবে মানুষ হবে
বন্ধুর মত বন্ধু কই?
আমার মত কপাল খারাপ
ক্যামনে এসব আমি সই।
তবুও আমি বন্ধুর তরে
প্রভুর কাছে এটাই চাই,
এমন বন্ধু এই ভুবনে
আর দিওনা তুমি সাঁই।