প্রেমে পড়লেই দুঃখ পেতে হয়,
কে বলেছে কবে?
দুঃখটা কে ও ছুড়ে ফেল,
প্রেমের মাঝে ডুবে।
চাওয়া-পাওয়া নির্বিশেষে,
দুজনের মন যাচ্ছে মিশে।
যতই থাকুক না কেন দূরে,
থাকে যেন এক আত্মার বসে।
দুর দিগন্ত, যতই হোক দুর
থাকুক বা সামনে,
পাহাড় সমুদ্দুর, পার করবে
দুটি হাত ধরে।
মেপ্র/ আরপি