মেহেরপুরের আমঝুপি ইউনিয়নে সুবাহ্ উদ্যোগে ছাগল পালন প্রশিক্ষণ প্রদানের আয়োজন করা হয় ।
সোমবার সকাল ১০ ঘটিকা থেকে দিনব্যাপি সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে অসহায় দরিদ্র মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ছাগল পালন কর্মসূচি উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মঈন-উল- আলমের সভাপতিত্বে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তৌহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকালচার এণ্ড টেকনোলজি প্রোগ্রাম উপজেলা প্রাণীসম্পদ দপ্তর মেহেরপুর সদর মোঃ আমজাদ হোসেন (সিল) । উপকারভোগীদের মধ্যেই থেকে বক্তব্য রাখেন মোছাঃ রশিদা খাতুন, অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোছাঃ ফরিদা পারভীন।