সুস্থ হয়ে চেন্নাইয়ের পথে ছুটলেন শাহরুখ খান

সুস্থ হয়ে চেন্নাইয়ের পথে ছুটলেন শাহরুখ খান

আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। দ্বিতীয় আইপিএল ট্রফি ঘরে আনার আশায় বলিউড সুপারস্টার শাহরুখ খান তার পুরো পরিবার রওনা দিয়েছেন চেন্নাইয়ের পথে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সুস্থ হয়ে রবিবার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন শাহরুখ খান। তার সাথে আছেন মেয়ে সুহানা খান, ছোট ছেলে আবরাম খান, এবং তার বোন শেহনাজ।

বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে শাহরুখকে।

গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন এ তারকা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি।

শাহরুখকে সর্বশেষ রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা। এই ছবিতে মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন অভিনেতা।