দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৭৮৯ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১০৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪২টির।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৬৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান করছে।