গাংনী উপজেলার তেরাইল গ্রামের বহুল আলোচিত মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে সমন জারি করছেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
আজ রবিবার (২২ মে) বেলা ১২ টার দিকে প্যানেল কোডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪১৭/৪১৯/৪৬৪/ ৪৬৭/৪৬৮ ও ৪৭১ ধারগুলোকে আমলে নিয়ে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালত লেলিনের বিরুদ্ধে এই সমন জারি করেন। আগামি ১৩/০৭/২০২৩ তারিখে তাকে স্ব শরীরে কোর্টে উপস্থিত হতে বলেছেন।
এর আগে মামলার তদন্তকারি সংস্থা কুষ্টিয়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি প্রায় এক বছর তদন্ত শেষে সাম্প্রতিক সময়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন।
তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিজ্ঞ আদালত এই সমন জারি করেন।
উল্লেখ্য, মীর কামরুজ্জামান লেলিন অ্যাডভোকেট না হয়েও তার নামের পূর্বে অ্যাডভোকেট ব্যবহার করে আসছেন। পিতার সম্পত্তি নয় তা জানার পরেও অপরের সম্পত্তি তার পিতার সম্পত্তি হিসেবে জালিয়াতিপূর্বক সৃজন করে জাল দলিল তৈরী ও তা নামজারি করাই তার বিরুদ্ধে প্যানেল কোডের ১৯৩/১৯৬/৪০৬/৪২০/৪১৭/৪১৯/৪৬৪/ ৪৬৭/৪৬৮ ও ৪৭১ ধারগুলোতে অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতিয়মান হয়েছে।
মীর কামরুজ্জামান লেলিনের বিরুদ্ধে দৈনিক মেহেরপুর প্রতিদিনে সচিত্র সংবাদ প্রকাশ পাওয়ার পর মেহেরপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক এর এসএম শরিয়ত উল্লাহ স্ব প্রণোদিত হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং মিস কেস ০৪/২০২২ দায়ের করেন।