মেহেরপুর প্রতিদিনে প্রতিবেদন প্রকাশের পর মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের সেই অসহায় বন্যা মন্ডলের পরিবারটির পাশে দাাঁড়ালেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বাড়িয়ে দিয়েছেন মানবিকতার হাত।
প্রাথমিকভাবে তাকে একটি হুইল চেয়ার প্রদান করার পাশাপাশি একটি বাড়ি নির্মাণ ও দোকানের জন্য অর্থ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলা প্রশাসন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের নির্দেশে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জমি অধিগ্রহণ কর্মকর্তা হুমায়ন কবির, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন রতনপুর গ্রামের অসহায় মাইকেল মন্ডলের পরিবারের সাথে দেখা করে হুইল চেয়ার প্রদান করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান অসহায় পরিবারের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন। পরিবারের প্রধান প্রতিবন্ধী মাইকেল মন্ডলকে একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। এছাড়া তার জরাজীর্ণ টিনের ঘরটি ত্রাণ শাখার উদ্যোগে মেরামত করে দেওয়াসহ চা দোকানের জন্য কিছু অর্থ দেওয়ার স্বীদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, তার বসবাসরত যায়গাটি পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে। সেখানে সরকারীভাবে বাড়ি নির্মাণ করে দেওয়া যায় কিনা। অথবা অন্য কোনো স্থানে তাকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
উল্লেখ্য, মাইকেল মন্ডল গ্যাংরিন নামক রোগে আক্রান্ত হয়ে তার একটি পা কেটে ফেলা হয় কিছুদিন পর সে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানাগত হয়ে দিনাতিপাত করছেন। তার স্ত্রী বন্যা মন্ডল সকালে বুয়ার কাজ, বিকালে চা দোকানী ও রাতে দর্জির কাজ করে ৪ সদস্যের সংসার পরিচালনা করেন। তার মেয়ে মেঘলা মন্ডল আইএ পরীক্ষার্থী ও ছেলে সোহাগ মন্ডল নার্সিং ডিপ্লোমা শেষে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ইন্টার্নশীপ করছেন। তাদের মানবেতর জীবন নিয়ে “কষ্টের বানে ভাসছে বন্যা মন্ডল” শীরোনামে গত ২৩ অক্টোবর মেহেরপুর প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশ হয়।