সেনা কল্যান সংস্থার পন্য সেনা লুব্রিকেন্টের সাথে মেসার্স সোহাগ ট্রেডার্স এর ব্যবসায়িক দ্বিপাক্ষিক চুক্তিপত্র স্বাক্ষরিক হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে সেনাকল্যান ভবন লেভেল ৮ এ চুক্তি সম্পাদন হয়। সেনা কল্যান সংস্থার বিশ্বস্ত পন্য সেনা লুব্রিকেন্টের ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, হাইড্রোলিক অয়েল, বিটুমিন, গ্রিস ইত্যাদি পন্যের সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সেনা লুব্রিকেন্টর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কর্নেল শাহাদাত হোসেন (অব.), মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী, মেজর শওকত হোসেন ও সোহাগ ট্রেডার্সের কর্নধর ব্যবসায়িক ইমদাদুল হক সোহাগ।