সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পৃথক তিনটি স্থানে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৮জুন) সকাল আটটায় উপজেলার পৌর এলাকায় চটকাবাড়িয়া গ্রামের জামে মসজিদে, নিত্যানন্দপুর গ্রামের মসজিদে এবং ভালকী গ্রামের মসজিদে প্রায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
চটকাবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত ঈদের নামাজের ঈমাম, মাওলানা রেজাউল ইসলাম জানান, বৃষ্টির জন্য নামাজ দেরিতে পড়তে হয়েছে, তিনি আরও বলেন পবিত্র সৌদি আরবের সাথে আমাদের নামাজ আদায় করা উচিৎ, কারণ তাদের আমরা অনুসরণ করি এটা সবারই করা দরকার। চটকাবাড়িয়া মসজিদের এই জামাতে প্রায় শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
এছাড়া উপজেলার ভালকী ও নিত্যানন্দপুর গ্রামেও প্রায় শতাধিক মুসল্লীর অংশগ্রহণে ঈদুল আযহা’র নামজ অনুষ্ঠিত হয়েছে।
নামাজের পর উপজেলার প্রায় তিনশত পরিবার পশু কোরবানি করেছেন। উল্লেখ, বিগত বেশ কয়েক বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছে।