স্কুলেতে পরিমল,মাদ্রাসাতে সিরাজ,
সারাদেশের পরিস্থিতি,করছে এমন বিরাজ।
মাদ্রাসাতে ইমাম আর,ঠাকুর মশাই মন্দিরে,
নারী দেহ ভোগের জন্য,করে সবাই ফন্দিরে।
গীর্জাতেও পাদ্রীরা,সমকামে লিপ্ত,
পীর সাধু সবাই দেখি,একই কামে তৃপ্ত।
কেউ বলে নারী হলো,গনিমতের মাল,
কেউ তাদের তেতুল ভেবে,হয় বেসামাল।
এ সমস্ত পরিমল আর,সিরাজকে ধরে,
অন্ডকোষটা থেঁতলে দাও,পাথর ছুঁড়ে মেরে।
তবেই হবে উচিৎ শিক্ষা,করবেনা আর ধর্ষন,
তাদের দেখলে করো শুধু,ইট পাথর বর্ষণ।