নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্টানটিতে ‘ট্রেইনি জুনিয়র অফিসার/ অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেইনি জুনিয়র অফিসার/ অফিসার – ক্রেডিট অ্যানালিস্ট।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিবিএ/ এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রফেশনাল সার্টিফিকেশন; সিএ, সিএফএ কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। ডাটা বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। অনূর্ধ্ব ২৯ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে টিএ/ মোবাইল বিল, ভ্রমণ বিল, মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা ও গ্র্যাচুয়েটি প্রদান করা হবে। এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুইটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১৯ অক্টোবর, ২০২২।
সূত্র : বিডিজবস