স্পটিফাইয়ে এমনিতেই ১ লাখ ভিডিওসহ পডকাস্ট আছে। এবার স্পটিফাই অ্যাপে ফুল লেন্থ ভিডিও যুক্ত করার চিন্তা করছে। মূলত টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই এমন একটি ফিচার যুক্ত করার চিন্তা করা হচ্ছে। যদিও স্পটিফাই থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
কিন্তু এই ধারণার সত্যতা এখনই পাওয়া যাচ্ছে। স্পটিফাইয়ে এখনই গানের সঙ্গে জিয়াইএফ আকারে লুপ ভিডিও যুক্ত করার অনুমতি দেওয়া হচ্ছে। ফলে ইউটিউব ও টিকটক থেকে অনেক ব্যবহারকারীই এখন স্পটিফাইয়ে চলে আসছে। এমনিতেও স্পটিফাই নতুন করে বিনিয়োগ বাড়িয়েছে। তবে চলতি বছর পডক্যাস্ট ইউনিট থেকে প্রায় ৩০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছিল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস