স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক ৪ লাইট আনল ট্রানশান বাংলাদেশ। এতে ৬ দশমিক ৫২-ইঞ্চি ডট নচ স্ক্রিন ও ৪০০০ এমএএইচ ব্যাটারি সুবিধা রয়েছে।
টেকনো স্পার্ক ৪ লাইটে রয়েছে ১৬ গিগাবাইট রম। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনটির সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এ২২ কোয়াড-কোর প্রসেসর ফোনটির র্যাম ৩ গিগাবাইট।
টেকনো স্পার্ক ৪ লাইট স্মার্টফোনটির দাম বাজারে ৮ হাজার ৯৯০ টাকা।