শস্য শ্যামল আমাদের এইদেশ
নীল রঙে তার আকাশ ঘেরা
নেইকো রূপের শেষ!
ঝিলের জলে শাপলা শালুক
নিত্য ফুটে রয়
ওদের সাথে মৌ মাছিদের
প্রেম মিতালী হয়।
নদী বুকে এঁকে বেঁকে
ছুটতে তরী ঐ
এমন দূশ্য দেখে আমি
মুগ্ধ হয়ে রই।
বর্ণ মালার স্বর্ণ সূতায়
মধুর ছবি আঁকি
ফুলের ঘ্রাণে উদাস হয়ে
এই দেশেতে থাকি
মাগো তোমায় কাব্য করে
প্রাণ ভ’রে তাই ডাকি
তোমার বুকে আমার থাকা
আগাম দিনের স্বপ্ন আঁকা
হয় যে মাখা মাখি!