আমি যদি পক্ষী হতাম
বড্ড ভালো হতো,
দেশ বিদেশে ছুটে যেতাম
নিজের ইচ্ছে মতো।
নীল আকাশে ঘুরতাম আমি
সাগর পাড়ি দিতাম,
ডিক-বাজিতে এক নিমিষে
সবার খবর নিতাম।
অরণ্যতে কাটতো বেলা
বন্ধুদের ঐ সাথে,
বৃক্ষ মাঝে প্রাণ জুড়াতাম
কিরণ রাঙা প্রাতে ।
প্রতি প্রাতে রবির আলোয়
ডানা মেলে উড়তাম,
বাউল গানের সুর ধরিয়া
শহর বন্দর ঘুরতাম।
আজকে আমি বদ্ধ ঘরে
ডানা ছাড়া পাখি,
হৃদের আশা হৃদে গাঁথা
বন্ধ স্বপ্ন আঁখি।