স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ড. শহীদ সামসুজ্জো পার্কে জড়ো হতে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জো পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের নেতৃত্বে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মোনালিসা ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, দপ্তর সম্পাদক মকলেছুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. পল্লব ভট্টাচার্য, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সহ-সভাপতি দুলাল মাহমুদ, সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, থানা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ সাদি, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা বিজয় মিছিলে অংশ নেয়।