আহত মেঘেদের নিঃশ্বাসে
এক বিষাদের হিমশীতল সকাল
একেঁ দিয়ে যায় ঋতুর মানচিত্রে।
ঘাসের ডগায় সোনালী দিনের আলোর মিছিলে
বোবা ফড়িংয়ের ডানায় বিপ্লব ডেকে যায়
স্বাধীনতা চাই স্বাধীনতা!
ওরে বিবেক জেগে উঠো সবে
এক হও এসো এক দলে।
আর কতকাল অলিক বাঁশির সুরে
ডুবে রবে এ জাতি।
ললাটে রুদ্র রোষে আখিঁপাতে
নির্ঝরের স্বপ্নভঙ্গে লুপ্ত প্রভাতি।
অন্ধকুপে পড়ে আছে বিবেক
অন্তহীন অনন্তনিদ্রার ঘোরে
দিন পঞ্জিকার সংখ্যা অতীত হয় যে
কালের কলে পড়ে।
ঘুমন্ত বিবেক শ্মশান ঘাটে পুড়ে
ভস্মীভূত হয়ে গেছে সেই কবে
জাগবে কি আর সে জাতি
বিপ্লবী মশাল জ্বেলে
স্বাধীনতা তুমি শিকল বন্দী তবে
স্বাধীন হবে কবে।