মার্চ মাসের ছাব্বিশ তারিখ
স্বাধীনতা দিবস ভাই,
রক্ত দিয়ে এই দেশকে কেনা
আর কোথাও যে নাই।
এিশ লক্ষ্য শহীদের মর্যাদা
লাল সবুজের বুকে,
বিজয় নিশান হাতের মুঠোয়
পাক হানাদার রুখে।
যুদ্ধের কথায় মনের হলেই
চোখের কোনে জল,
স্বাধীন একটা ভূখণ্ড আছে
এই তো তাহার ফল।