মহান স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্যবাহী পটভূমি মেহেরপুর এর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ স্বাদেচিপ এর মেহেরপুর শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পুষ্পস্তবক অর্পণ ।
স্মার্ট বাংলাদেশ বির্নিমানের রূপকার, সফল রাষ্ট্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার হাতে গড়া সংগঠন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ইউনানী ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট (BAMS ও BUMS) চিকিৎসকদের পেশাজীবী জাতীয় সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক মেহেরপুর জেলার সাংগঠনিক স্বাদেচিপ জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে স্বাদেচিপ মেহেরপুর শাখার সভাপতি ডাঃ শাহিন আলী, মেডিকেল অফিসার (ইউনানী), ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মেহেরপুর এবং সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাকসুদুর রহমান, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মুজিবনগর এর নাম ঘোষণা করা হয়েছে।
স্বাদেচিপ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরৎ সভাপতি ডাঃ এ. কে. এম মামুন উর রশিদ চৌধুরী ও মহাসচিব ডাঃ খন্দকার ফারুক আহমেদ গতকাল (সোমবার) এক প্রেস রিলিজ এর মাধ্যমে সারা বাংলাদেশে ১৯ জেলায় স্বাদেচিপ এর সাংগঠনিক শাখা কমিটি ঘোষণা করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ও ঘোষণা_ “দেশজ চিকিৎসা ব্যাবস্থাকে মূল ধারার আনতে হবে”। এই লক্ষ্যে সারা দেশে সরকার মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ও সরকারের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে। মেহেরপুর এর স্বাস্থ্য সুরক্ষায় দেশজ চিকিৎসাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে এবং ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার প্রচার ও প্রসারে সরকারের সাথে কাজ করার ব্যাপারে স্বাদেচিপ মেহেরপুর শাখার নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।