স্বার্থের কাছে হেরে যাই বারবার, বহুবার
শুধু আমি একা নই,আমার মতো অনেকে
ভালোবাসার ছোট্ট পিদিমটিও অনেক সময়
নিভু নিভু করে স্বার্থের টানা পোড়ানে।
স্বার্থের জন্য নষ্ট হয় কিছু নিঃস্বার্থ সম্পর্ক,
জীবন চলার পথে প্রতিটি বাঁকে বাঁকে
খুঁজে পাই স্বার্থের ঘ্রাণ, স্বার্থ! আসলেই স্বার্থপর
আর আমি ভালোবাসার স্বার্থে
বোকাই রয়ে গেলাম, অতঃপর!
স্বার্থ শুধু টাকার নয়, স্বার্থ থাকে জীবনের
প্রতিটি পাতায় পাতায়, খাতায় খাতায়
প্রতিটি কাজে, কথায় কথায়
সারাজীবনের পথ চলায়।
আমরা———-
স্বার্থের কাছে হেরে যাই বারবার, বহুবার
শুধু আমি একা নই আমার মতো অনেকে।