চুরি করার আগে একটু
এদের দিকে দেখ
তুমি যদিও ভাত পাও
মানবতা কি বলে শিখো!
তোমার চুরির কিছু চালে
হয় তো ভালো হলো
কিছু লোকের অন্য শেষ
ক্ষুধায় প্রাণটা গেল!
চেটে পুঁটে শেষ ভাতটি
গৃহের অন্য শেষ
তুমি আছো নিজের তালে
এই বলে সোনার বাংলাদেশ!
কষ্ট হয়- ব্যথ্যা লাগে
বুক পাঁজরে অতি
সর্বদা নিজের চাও
হয়ে যাক অন্যের ক্ষতি!
স্বার্থ লোভে নিজে গড়ে
চাও না ভালো কারো
চুরি হোক আর যায় হোক
নিজের টা হলেই হলো!