স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি শম্পা দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট একে আজাদ, এমদাদুল হক, শন্তু মিত্র ও তুষার সেন প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে করোনা ভাইরাস মহামারী ধারণ করছে। দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেই। তারা ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সকলের জন্য রাষ্ট্রায়ত্ব চিকিৎসার ব্যবস্থাকরণ এবং বরিশালে পিসিআর ল্যাব বৃদ্ধিসহ দৈনিক ১ হাজার করোনা পরীক্ষার দাবি জানান। অনতি বিলম্বে এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয় সমাবেশে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন