স্মার্টফোন নির্মাতাদের ওপর গুগলের অন্যায্য চাপ বন্ধ করার নির্দেশ দিয়েছে জাপানের প্রতিযোগিতা নিয়ন্ত্রণকারী সংস্থা, মঙ্গলবার কিওডো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।
জাপানের ফেয়ার ট্রেড কমিশন জানিয়েছে, অনলাইন অনুসন্ধান বাজারে আধিপত্যকারী গুগল প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে এবং দেশটিতে সুষ্ঠু প্রতিযোগিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
জাপানে গুগলের বিরুদ্ধে এটিই প্রথমবারের মতো এমন নির্দেশনা।
কমিশন জানায়, অন্তত ২০২০ সালের জুলাই মাস থেকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারী ছয়টি স্মার্টফোন নির্মাতাকে গুগলের সার্চ অ্যাপ ও ক্রোম ব্রাউজারের মতো অ্যাপ প্রি-ইনস্টল করার বাধ্যবাধকতা দেয় গুগল। এই চুক্তিগুলো অন্তত ৮০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, যা জাপানের বাজারে বিক্রি হয়েছে।
এছাড়াও, গুগল চারটি ডিভাইস নির্মাতা ও একটি টেলিকম অপারেটরের সঙ্গে আলাদা চুক্তিতে যায়, যেখানে বিজ্ঞাপন আয় থেকে শেয়ার দেওয়ার বিনিময়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির অ্যাপগুলো ডিভাইসে প্রি-ইনস্টল না করার শর্ত ছিল।
কমিশনের মতে, এই ধরনের আচরণ বাজারের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে এবং উদ্ভাবনকে দমন করে, ফলে ব্যবহারকারীরা সহজে বিকল্প অ্যাপ বা সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হন। সংস্থাটি একে জাপানের অ্যান্টি-মোনোপলি আইনের সরাসরি লঙ্ঘন বলে ঘোষণা করেছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত গুগলের ওপর বৈশ্বিক চাপ আরও বাড়াবে, কারণ ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও কোম্পানিটির ব্যবসায়িক কৌশল নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের তদন্ত চলছে।
সূত্র: যুগান্তর