বারান্দায় দাঁড়িয়ে গিল্লুমামা
‘এই-এই হচ্ছেট কী?’
ধমক দিয়েছিল রেগে,
বৃষ্টিতে ভেঁজা দারুণ খেলার
আমরা গিয়েছি ভেগে।
কই যে গেল সেই দিনগুলো
ফিরে যেতে এখনও –
খেলা করে মনে স্মৃতিগুলো।
“এই ভেঁজো না জ্বরে ভুগবে
ঘরে ফিরে আয় তোরা।’
থামাতে মামার চিৎকার,
দমেনি ছেলেবেলার ছুটাছুটি
আনন্দ নেয়া বর্ষার।