বহু বছর
হয় না দেখা
আছো তুমি কেমন?
হয়তো প্রিয়
বদলে গেছো
আগে ছিলে যেমন!
একটা সময়
আমি ছিলাম
তোমার চোখের তারা,
হৃদয় মাঝে
বইতো শুধুই
প্রীতির স্রোতের ধারা।
এমন সকল
কাণ্ড করতে
হতাম দিশেহারা,
ক্ষত করতে
নিজকে তুমি
ধারাল অস্ত্র দ্বারা!
সোহাগ করে
বলতাম তোমায়
ওরে আমার পাগল!
তুমি আমি
অমর সঙ্গী
থাকবো হয়ে যুগল।
মনে হয় যে
এইতো সেদিন
ফুল লাগাতে চুলে,
কেমন করে
আজকে তুমি
থাকছো আমায় ভুলে!
অতীত কথা
মনে করে
তুমি কী গো হাসো?
জানতে ইচ্ছে
করে খুবই
আজ কী ভালোবাসো?