ওমানের মাসকটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা।
আসন্ন ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে মোট সাতটি দল অংশ নেবে। স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পাবে, আর বাকি ছয়টি দল আসছে যুব এশিয়া কাপ থেকে। বাংলাদেশ এবার বি গ্রুপের তৃতীয় স্থান নিয়ে এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেনি, নিশ্চিত করেছে বিশ্বকাপে নিজেদের জায়গাও।
বাংলাদেশের হকি ইতিহাসে থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই হারেনি দল। তবে এবার জয় নিশ্চিত করতে খেলোয়াড়রা বাড়তি চাপ কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের ফাঁদে না পড়ে নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দিয়েছে। এর ফল হিসেবে এসেছে কাঙ্ক্ষিত জয়।
প্রথম কোয়ার্টারে দারুণ শুরু করে বাংলাদেশ, ২-০ গোলের লিড নেয়। দ্বিতীয় কোয়ার্টারে উভয় দল একটি করে গোল করে, ফলে মধ্য বিরতিতে স্কোর দাঁড়ায় ৩-১। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরও তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেয়। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি গোল করলেও থাইল্যান্ড একটি গোল শোধ করে পরাজয়ের ব্যবধান কমায়।
এই জয়ে বাংলাদেশ দল হকি বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল। দেশের হকি অঙ্গনে এ সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন সবাই তাকিয়ে আছে ভারতের মাটিতে বিশ্বকাপ আসরে বাংলাদেশের সম্ভাব্য পারফরম্যান্সের দিকে।
সূত্র: কালবেলা