হতাশার এক বিশ্বকাপ শেষ করেই পিএসজিতে ফিরেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিতর্কে জড়ালেন বিশ্বকাপের পর প্রথম ম্যাচে স্ট্রার্সবার্গের বিপক্ষে মাঠে নেমেই। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেছেন আবার ডাইভ দিয়ে।
বিশ্বকাপের বিরতির পর বুধবার (২৮ ডিসেম্বর) রাতে প্রথমবার মাঠে নেমেছিলো পিএসজি। স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচের অন্তিম মুহুর্তে এমবাপ্পের পেনাল্টিতে জয় নিশ্চিত হয় শিরোপাধারীদের। তবে পিইএসজির জয় ছাপিয়েও ম্যাচশেষে আলোচনায় নেইমারের লাল কার্ড পাওয়ার ঘটনা।
ম্যাচের ৬১ মিনিটে স্ট্রাসবার্গ মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে আঘাত করে প্রথম হলুদ কার্ড পান নেইমার। এই হলুদ কার্ডের ১ মিনিট পরই স্ট্রাসবার্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান এই তারকা। অতিরিক্ত অভিনয়ের জেরেই নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারি।
৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হওয়ায় জয় পাওয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে যায় পিএসজির জন্য। ম্যাচের একবারে শেষ মুহুর্তে এসে স্পটকিক থেকে গোল করে পিএসজিকে জয় এনে দেন বিশ্বকাপের ফাইনাল থেকে হতাশ হয়ে ফেরা এমবাপ্পে।
লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার আগে ম্যাচের ১৪ মিনিটে পিএসজিকে এগিয়ে নেওয়ার কারিগইর ছিলেন নেইমারই। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত এক ফ্রি কিক থেকে হেডে গোল করে পিএসজিকে লিড এনে দিয়েছিলেন জাতীয় দলেও নেইমারের সতীর্থ মার্কুইনহোস।
তবে, নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর দশজনে পরিণত হওয়া পিএসজি পয়েন্ট খোয়াতে বসেছিলো ড্র করে। শেষ মুহুর্তে ত্রাতা হয়ে এসে দলের জয় নিশ্চিত করেন বিশ্বকাপের ফাইয়ানলে হ্যাটট্রিক করেও খালি হাতে ফেরা ফরাসি তারকা এমবাপ্পে।
সূত্র: ইত্তেফাক