ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহামারি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
ঝিনাইদহ- ২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।
এসব খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল ৮ কেজি, আলু ২কেজি, ডাল ১ কেজি, ১ লিটার তেল, পিয়াজ ১ কেজি ও লবন ৫০০ গ্রাম।
শনিবার শহরের ক্রীড়া সংস্থার মাঠ, শাখারিদহ ও জোড়াদহ এলাকায় হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেন সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সুমি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, ওসি আব্দুর রহিম মোল্লা, পৌরসভার মেয়র ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড, বজলুর রহমান, সংসদ সদস্যের প্রতিনিধি কামাল হোসেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরেগুল ইসলাম, যুবলীগ নেতা আসাদ, ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী, যুগ্ম আহবায়ক মানিক হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।