কৃষক বাচাঁও দেশ বাচাঁও এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার সকাল সাড়ে এগারটায় কৃষকলীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বাকী শিলু বিশ্বাস এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ২ আসনের এমপি মোঃ তাহজীব আলম সিদ্দিকী (সমি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপদেষ্টা সদস্য,ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশীদ, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বাংলাদেশ কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বাংলাদেশ কৃষক লীগের বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক অ্যাড. মিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য মাহফুজা সুলতানা রুবি, ঝিনাইদহ জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, শৈলকূপা উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুন্নবী কালু, ঝিনাইদহ জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এস উজ্জ্বল, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম রাজীব হাসান রাজু, হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম (টানু মল্লিক), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,শরাফত দৌলা ঝন্টু, নাজমুল হুদা তুষার,এডভোকেট বজলুল রহমান, বসির উদ্দীন, জাহিদুল ইসলাম বাবু, মনজুর রাশেদ।
প্রধান অতিথির বক্তব্যে তাহ্জীব আলম সিদ্দিকী (সমি) এমপি বলেন,আমি আওয়ামী লীগ করি। আমি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার দল করি। আমি কোনো ভাই-লীগ করিনা। বর্তমানে বঙ্গবন্ধুর আত্মা ও তার কন্যা জননেত্রী শেখ হাসিনার আত্মা বিক্রয় করা হচ্ছে, আমি জীবিত থাকতে কাউকে আত্মা বিক্রি করতে দেবনা ইনশাল্লাহ।
বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না।সারের জন্য এখন আর কৃষককে মরতে হয় না। সরকার কৃষিখাতে ভর্তুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলার পৌরসভা সহ ৮টি ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ ও ডেলিগেটগণ অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়ার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাগঠনিক সম্পাদক অধ্যাপক নাকমূল ইসলাম পানুর সঞ্চালনায় কাউন্সিলরদের অংশ গ্রহণে সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল বাকী শিলু বিশ্বাসকে সভাপতি ও জসিম উদ্দীন টিপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।