জয়িতাদের অবদান সমাজে ছড়িয়ে দিতে পারলেই নারীরা আরও উৎসাহী হবেন। আর তাছাড়া সরকার নারীদের সকল ক্ষেত্রে সমঅধিকার দিয়েছে। নারীরা তখনই স্বাবলম্বী হবে যখন তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে গড়ে তুলতে পারা যাবে ।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষ্যে ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রাজিয়া আক্তার সহকারী কমিশনার (ভূমি)এর সভাপতিত্বে হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন রেশমা আক্তার, মহিলা ভাইস- চেয়ারম্যান উপজেলা পরিষদ, মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এবং হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুজ্জামান তাজু প্রমুখ।