ঝিনাইহেদর হরিণাকুণ্ডুতে বালতির পানিতে ডুবে তাসফিয়া নামের ২ বছর ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভার শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাসফিয়া ওই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
প্রতিবেশি ও স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু তাসফিয়া বাড়ির আঙিনায় খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে যায়, পরবর্তীতে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির পরে বালতির মধ্যে খুজে । এসময় শিশুটিকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাসফিয়াকে মৃত ঘোষণা করে।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ এম এ রউফ খান, লোকমুখে শিশুটির মৃত্যুর খবর শুনেছেন, তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা লিখিত তথ্য পাননি বলে জানান।