ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেল ৫টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আলাদত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হাসান হাফিজ।
নিয়মিত বাজার মনিটরিং সেলের মাধ্যমে হরিণাকুন্ডুর মেসার্স রাসেল ট্রেডার্সকে অবৈধ স্যার রাখার অপরাধে নগত ৩০ হাজার টাকা এবং হরিণাকুণ্ড হল বাজারের ব্যবসায়ী মেসার্স রিফাত ট্রেডার্সকে নগত ১০ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সেলিম আহমেদ নিয়মিত বাজার মনিটরিং সেলের মাধ্যমে হরিণাকুন্ডু বেল্টুর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে ওমর আলী নামে একজন ব্যবসায়ীকে নগত ১ হাজার টাকা জরিমানা করেন।