ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল না পেয়ে বিষপানে কাজল (১৭) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাজল ওই গ্রামের মওলা মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায়, কাজল কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে বায়না করছিল। অর্থাভাবে বাবার পক্ষে তা কিনে দেওয়া সম্ভব না হওয়ায় অভিমান করে কাজল। দুপুরে সবাই জুম্মার নামাজ পড়তে গেলে সে নিজ ঘরে বিষপান করে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।