ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া জামে মসজিদে দৈনিক ইত্তেফাকের হরিণাকুণ্ডু উপজেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ শাহানুর আলম মাস্ক বিতরণ করেছেন।
গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পূর্বে মসজিদের মুসল্লীদের মাঝে এই মাস্ক বিতরণ করেন।
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই মাস্ক বিতরণ করেন বলে তিনি জানান।
মাস্ক বিতরণের আগে তিনি সারা বিশ্বে করোনার ভয়াবহতা, সংক্রমণের সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে ও মসজিদের মুসল্লীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের যে ১০ দফা নির্দেশনা দিয়েছে সে সম্পর্কিত আলোচনা করেন।