ঝিনাইদহ-২ আসনের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের সমর্থকরা এক মুক্তিযোদ্ধাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি হরিনাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার।
আজ শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের মুসা মিয়া আইসিটি সেন্টারে আহত মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন মুন্সি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি তার লিখিত বক্তব্যে জানান, গতকাল ২৯ ডিসেম্বর সকাল ১১ টার দিকে হরিনাকুন্ডু উপজেলার জিন্দার মোড় বাজারে সেলুনে চুল কাটাতে যান মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন। সেসময় নৌকা প্রতীকের সমর্থক চাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় সে আরও বলে তুমি নৌকার পক্ষে ভোট না করে ঈগলের পক্ষে ভোট করছো কেন ? তুমি সরকারের ভাতা খাচ্ছো আর সরকারী দল বাদ দিয়ে স্বতন্ত্রের পক্ষে ভোট করছো এসব কথা বলে সে আমাকে মারধর করে রাস্তার উপরে ফেলে দেয়। এসময় মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দিন বলেন আমি একজন মুক্তিযোদ্ধা সারা জীবন নৌকার পক্ষে ভোট করেছি এখনো তার বাইরে নয় তুমি আমাকে মারছো কেন, এসব কথা রাশেদুল কর্নপাত না করে তাকে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন বীরমুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে প্রশাসনের আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ইউসুফ আলী, জানে আলম, আব্দুল ওহাব ও হরিনাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের অপর অংশের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লস্করসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।