ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
শনিবার সন্ধ্যায় তিনি হরিণাকুণ্ডুু পৌর এলাকার আদিবাসীপাড়া, চিথলিয়াপাড়া, শুড়া, হরিণাকুণ্ডু, ঋষিপাড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা, ফজলুর রহমান, নাজমুল হুদা পলাশ, মোহাম্মদ আলী, ছমির উদ্দিন, রাকিবুল হাসান রাসেল, শরাফত দৌলা ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।