মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শুম্মীতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন ।
সহকারী কমিশনার ভূমি সেলিম আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌর মেয়র ফারুক হোসেন,হরিণাকুন্ডু মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা বেগম, হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ইন্জিনিয়ার হাবিবুর রহমান হাবিব, যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন,নির্বাচন অফিসার নূর উর রহমান,হরিণাকুন্ডু প্রেস ক্লাব সভাপতি এইচ মাহামুদ মিলু,ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জামাল হোসেন।