দিন যত যায় বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, চিনিসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুধুই বাজার মনিটরিং নয়, এহেন অবস্থায় বাজার নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা দেখতে চাই সাধারণ জনগণ।
দিন দিন নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। তেলের পিছু তো ধরাই যায় না। পথে প্রান্তরে গুনজন শুনা যায় প্রতিদিন যা কামায় করি তার সবটুই চলে যায় বাজার সদায়ে। পুজি করবো কিভাবে। এরপর বাচ্চাদের লেখাপড়ার কথা তো পড়েই থাকলো। এমনি ক্ষোভের কথা শুনা যায় সাধারণ জনমনে।
এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অর্পিত ক্ষমতাবলে ঝিনাইদহ জেলা প্রশাসকের আদেশক্রমে ঝিনাইদহ জেলার বাঘাযতীন ও লালনভূমি হরিণাকুন্ডুর বিভিন্ন বাজার রাতদিন তদারকি করে বেড়াছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ।
প্রতিনিয়তই উপজেলা কার্যালয় হতে পারবর্তীপুর বাজার এবং দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন বাজার সহ উপজেলাধীন সকল বাজার তদারকি করা হয়। এদিকে পৌরসভাধীন পারবর্তীপুর বাজারে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়, বোতলের গায়ের মূল্য মুছে ফেলা ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পাশাপাশি ভোক্তাদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে, প্রতিদিন মূল্য তালিকা হালনাগাদ করতে, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করতে এবং প্রতিটি পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ করতে অনুরোধ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত বাজার তদারকি কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন হরিণাকুন্ডু থানা পুলিশ সদস্যরা। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ।