ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ কলেজে বর্ণিল আয়োজনে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে কলেজ কর্তৃপক্ষ।দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেয় প্রতিষ্ঠানটি।
বুধবার ( ২মার্চ) দুপুর ১২টায় জোড়াদহ কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে, শিক্ষক কালাম বাশারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও অত্র কলেজের সভাপতি জনাব জাহিদুল ইসলাম বাবু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা,জোড়াদহ ক্যাম্প ইনচার্জ টিটু, কমিটির সদস্য, অত্র কলেজের শিক্ষকবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ