ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণকারী সহকারী শিক্ষিকা মমতাজ বেগম-এর রুহের মাগফিরাত কামনার্থে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমাবার দুপুরে উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান মাহমুদ ইমামের সভাপতিত্বে এবং ইমরুল কায়েস ও মুস্তাফিজুর রহমান টুটুলের যৌথ সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অধ্যক্ষ এম মোক্তার আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শিক্ষক নেতা শরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ আসাদুজ্জামান, অধ্যক্ষ রবজেল হোসেন, প্রধান শিক্ষক সিরাজ উদ্দীন, সহকারি শিক্ষক কামরুজ্জামান, মরহুমার স্বামী ফিরোজ আলম (ফারুক), এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইসমাত মহিমা প্রমূখ।
পরিশেষে স্মরণসভার সমন্বয়ক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। স্মরনসভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুর রশিদ। স্মরনসভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।