ঝিনাইদহ সদরের ঐতিহ্যবাহী হলিধানী বাজারের দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে ইউনিয়ন ভূমি অফিসের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আবু বকর এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হারুনর রশীদের এর পরিচালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য আশরাফুল ইসলাম মাস্টার, বিশিষ্ট মুদি ব্যবসায়ী আব্দুল হান্নান, আড়ত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, কাপড় ব্যবসায়ী হাজী আব্দুল ওহাব, হোটেল ব্যবসায়ী মোঃ শরিফুল আলম এবং ওষুধ ব্যবসায়ী সুবাশ কুমার মিত্র প্রমূখ।
স্থানীয় দোকান মালিকদের নিকট থেকে জানা যায়, বেশকিছুদিন আগেই কমিটির মেয়াদ উর্ত্তীণ হলেও দীর্ঘ করোনা কালীন সময়ে নির্বাচন করা সম্ভব হয়নি। খুব দ্রুতই উপদেষ্টা পরিষদের নিকট এই নির্বাচন সম্পন্ন করা দাবি জানান তারা।
সভায় বক্তারা বলেন নির্বাচিত ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বিশেষ একটি মহল এই দোকান মালিক সমিতি ভাঙাগড়ার চেষ্টা করছে। যে কোন মূল্যে তা প্রতিহত করে প্রকৃত দোকান মালিক সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই কমিটি গঠন করতে চায়।
সভায় দোকান মালিক সমিতির গঠনতন্ত্র মোতাবেক স্থানীয় চার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে উপদেষ্ঠা এবং প্রবীণ ১০জন ব্যবসায়ীকে সদস্য করে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এবিষয়ে ৪নং হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. এনামুল হক নিলু বলেন, আমারা হলিধানী বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করেছি। আমি পদাধীকার বলে সভাপতি এবং সকলের সম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
তিনি আরও বলেন দোকান মালিক সমিতি আমি গঠন করিনি। দোকান মালিক সমিতির নির্বাচনের প্রস্তুতি মিটিং সম্পর্কে তিনি জানেন না বলে জানান।