চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এস.কে.এম. তোফায়েল হাসান ওরফে রুপককে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মেহেরপুরের কৃতি সন্তান।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত রোববার (৩ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত এস.কে.এম. তোফায়েল হাসানকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হয়েছে।
এদিকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার জেলা ও দায়রা জজ রুহুল আমীনকে রাজবাড়ী জেলা ও দায়রা আদালতে নিয়োগ/বদলির জন্য অবমুক্ত করা হয়েছে। হাইকোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।