বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান ব্যক্তিগত সংক্ষিপ্ত সফরে স্বপরিবারে মেহেরপুর ঘুরে গেলেন।
শনিবার ১৬ সেপ্টেম্বর সকাল সোয়া এগারোটার সময় ব্যক্তিগত সফরে মেহেরপুর এসে পৌছান বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান। এসময় সার্কিট হাউজে হাইকোর্ট বিভাগের বিচারপতি কে স্বাগত জানান অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাসের নেতৃত্বে বিচার বিভাগ মেহেরপুরের বিচারকগণ, জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ সুপার রাফিউল আলম এর নেতৃত্বে মেহেরপুর জেলা পুলিশ। এছাড়াও বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামানকে মেহেরপুরে স্বাগত জানাতে এ সময় উপস্থিত ছিলেন বারের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক খ ম ইমতিয়াজ বিন হারুন।
সকাল সাড়ে ১১ টায় সার্কিট হাউজে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান গার্ড অব অনার গ্রহণ করেন।
এর পর বিচারপতি দুপুর সাড়ে বারোটার সময় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখেন। এরপর তিনি ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি পরিদর্শনে যান। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক, যুগ্ন জেলা জজ কবির হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মেহেদী মোবারক মুনিম সহ বিচারবিভাগ মেহেরপুরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নীলকুঠি পরিদর্শন শেষে বিচারপতি এ, কে, এম আসাদুজ্জামান মেহেরপুর বিচার বিভাগের বিচারকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভা করে মেহেরপুর ত্যাগ করেন।